আর্কাইভ থেকে ফুটবল

'মানিকে মাগে হিতে'র গায়িকা ইয়োহানির সাথে গান গাইলেন সাকিব

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন সাকিব আল হাসান। এলপিএলের দল গল টাইটান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। টুর্নামেন্টটির উদ্বোধনী আয়োজনে গান পরিবেশন করেছিলেন সিংহলিজ ভাষায় 'মানিকে মাগে হিতে' গানটি গেয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ইয়োহানির।

ইয়োহানি এবার এলপিএলে বিভিন্ন লাইভ অনুষ্ঠান করছেন। সেই সুবাদে গল টাইটানসের অলরাউন্ডার সাকিবের সঙ্গে দেখা হয় তার। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে তার সাথে গলা মিলিয়ে গান গাইতে বলা হয় এবং শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়।

ভিডিওর শুরুতেই ইয়োহানির এক প্রশ্নে সাকিবকে এলপিএলে অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। বাংলাদেশি অলরাউন্ডার বলেন, 'যতদূর মনে পড়ে, অনূর্ধ্ব-১৯ থেকে বেশ নিয়মিতই শ্রীলঙ্কা সফরে আসি। প্রতি দুই বছরে অন্তত একবার বাংলাদেশের সফর করে এখানে। এখানে তাই বেশ অনেকবারই এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে আমার এবারই প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত আমি। সময় ভালো কাটছে। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আশা করি, এই ফর্ম আমরা ধরে রাখতে পারব।'

 

Yohani speaks to star Bangladesh all-rounder, Shakib Al Hasan about his experience in Sri Lanka!#LPL2023 #LiveTheAction @yohanimusic @Sah75official @OfficialSLC @ipg_productions pic.twitter.com/jOYEgYzCvh

— LPL - Lanka Premier League (@LPLT20) August 6, 2023

এরপর সাকিকে গান গাওয়ার চ্যালেঞ্জ দিয়ে ইয়োহানি বলেন, 'যেহেতু আজকে আপনার সঙ্গে এখানে আছি, এলপিএল সিংগিং চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না। আপনি কি প্রস্তুত?' সাকিব তখন বলেন, 'আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করবো। জীবনে কখনও গান গাইনি।'

শ্রীলঙ্কান গায়িকার অনুরোধ ফেলতে পারেননি সাকিব। তাই ইয়োহানির সঙ্গে তাল মিলিয়ে সাকিব গাইলেন ভারতীয় কিংবদন্তি মোহাম্মদ রাফির 'আজকাল তেরে মেরে পেয়ারকে চার্চে' নামক কালজয়ী গানটি। ইয়োহানির সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই গানের দুই লাইন গেয়ে হাসিতে ফেটে পড়েন টাইগার অলরাউন্ডার।

শ্রীলঙ্কার কোন বিষয়টি সব থেকে ভালো লাগছে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ, আন্তরিক ও অতিথিপরায়ণ। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না। অবশ্যই এই দেশ খুবই সুন্দর।'

এ সম্পর্কিত আরও পড়ুন