চট্টগ্রামের মাটিতে ঘুড়ে দাঁড়াবে ফরচুন বরিশাল: আলজারি জোসেফ
এক ঝাঁক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিপিএলের অষ্টম আসরের শিরোপার অন্যতম বড় দাবিদার ফরচুন বরিশাল। বরিশালের সমর্থকদের টুর্নামেন্টে শিরোপার খরা ঘোঁচাতে এবার বদ্ধপরিকর দলটি। টি-টোয়েন্টি ক্রিকেট মাতিয়ে বেড়ানো কয়েকজন ক্রিকেটার আছেন বরিশালে।
কিন্তু মাঠের পারফম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। তিন ম্যাচে একজন আর দুই পরাজয় তাদের। অথচ দলটিতে আছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইলের মতো তারকা। কিন্তু টুর্নামেন্টে এখন অব্দি তার সর্বোচ্চ রান ৩৬। ডিজে ব্রাভোও ভালো কিছু করতে পারেন নি। যদিও উইকেট শিকারের তালিকায় তিনি আছেন। সাথে সতীর্থ আলজারি জোসেফও আছেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ভালো কিছু করতে পারছেন না তিনিও।
তবে তার বিশ্বাস দৃঢ়ভাবে ঘুঁড়ে দাঁড়াবে ফরচুন বরিশাল। বরিশালবাসীকে প্রথমবারের মতো বিপিএলের ট্রফি উপহার দেওয়ার যে লক্ষ্য রয়েছে ফ্রাঞ্চাইজিটির তার পূরণ করতে পারবেন তারা।
প্লেয়ার্স ড্রাফটে ফরচুন বরিশাল সবচেয়ে খরুচে দল। শুধু ড্রাফটে খেলোয়াড় কিনতেই দলটি খরচ করেছে ৪ কোটি ২৮ লাখ টাকা।
হাসিব মোহাম্মদ