টঙ্গীতে চলন্ত ট্রেনে ছিনতাই
গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।
গেলো বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে কর্ণফুলী কমিউটার ট্রেনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের গতি কমিয়ে আনেন চালক। আর এই সুযোগে স্টেশনে আগে থেকে অবস্থান করা ছিনতাইকারীরা ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। এই ফাঁকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার খবর পাওয়া যায়। তবে এখনও কেউ অভিযোগ করতে আসেনি। যাত্রীসহ ট্রেনের কর্তব্যরত কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।