ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান (৫৮) নিহত হয়েছেন। নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানাধীন মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। সিদ্দিক রাজধানীর কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর বাটাগেট এলাকায় ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অফিসে যাওয়ার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট এলাকায় সিঁড়ি দিয়ে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপরে ওঠার সময় ছিনতাইকারীরা সিদ্দিকুরের গতিরোধ করে। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং এলাকায় সতর্কতা জারি করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
আই/এ