আর্কাইভ থেকে দুর্ঘটনা

মোতালেব প্লাজার বাথরুম থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

রাজধানীর মোতালেব প্লাজার চতুর্থ তলার বাথরুম থেকে মো. দুলাল ভূঁইয়া (৫২) নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে বাথরুমে যান দুলাল।

আজ শুক্রবার (১১ আগস্ট) বাথরুমের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দুলাল ভূঁইয়ার বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার কাজী কসবা গ্রামে। তিনি মৃত হাসেম ভূঁইয়ার ছেলে। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মোতালেব প্লাজার চতুর্থ তলা বাথরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। নিহত ব্যক্তি মোবাইল পার্সের দোকানের কর্মচারী ছিলেন। অসুস্থ অবস্থায় পড়ে থাকলে পরিচ্ছন্নকর্মী জহুরা বেগম বাথরুম পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে সিটকিনি লাগানো দেখতে পান। পরে আশেপাশের লোকজনকে ডেকে সিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, বলেন পুলিশের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন