ইউপি নির্বাচন: বি.বাড়িয়ায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করার জন্য কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের অডিট কার্ডে ত্রুটি থাকায় জেলার নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টা বিলম্বে ভোটগ্রহণ শুরু হয়।
আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার কনক লতা দেবী।
তিনি জানান, সকাল পৌনে ৯টায় কেন্দ্রটিতে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে কেন্দ্রের ছয়টি বুথের ইভিএম চালু করতে না পারায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। পরে মেশিন চালু করার পর সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোবারবক হোসেন জানান, ভোটগ্রহণ শুরুর আগেও অডিট কার্ডটি দিয়ে ইভিএম চালু করে পরীক্ষা করা হয়েছিলো। হঠাৎ করে কার্ডে ত্রুটি দেখা দেয়। পরে সকাল ৯টার দিকে ইভিএম চালু করে ভোটগ্রহণ শুরু হয়। এক ঘণ্টা বিলম্বে ভোট শুরু হয়।
আজ সকাল ৮টা থেকে ১৩৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সবকটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
তাসনিয়া রহমান