সব প্রস্তুতি সম্পন্ন হিলালের, অপেক্ষা নেইমারের সবুজ সংকেতের
নেইমারকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন সৌদি ক্লাব আল হিলালের। এখন শুধু অপেক্ষা নেইমার জুনিয়রের সবুজ সংকেতের। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।
দলবদলের বাজারে বিশ্বাসযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজো রোমানো জানিয়েছে এই তথ্য।
গতকাল রোববার রাতে রোমানো জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ সোমবারের মধ্যেই চুক্তি স্বাক্ষরের জন্য যাবতীয় সব কাগজপত্র তৈরি করতে চাইছে আল হিলাল। পিএসজিও ইতোমধ্যে নেইমারকে তাদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।
আজ সোমবার সকালের খবর, দুই বছরের চুক্তিতে নেইমারকে পিএসজির কাছে বিক্রি করতে রাজি হয়েছে পিএসজি। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। শুধু অপেক্ষা নেইমারের চূড়ান্ত সবুজ সংকেতের।