আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে পৌঁছতে না পারলেও বিশ্বকাপ শেষ হয়ে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। স্থান নির্ধারণী আরো দুটি ম্যাচ বাকি। আজ  সোমবার (৩১ জানুয়ারি) অ্যান্টিগায় পাকিস্তানের মুখোমুখি রাকিবুল হাসানের দল। 

সুপার লিগ প্লে-অফ সেমিফাইনালটা জিতলে পঞ্চম হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার জয়ীদের বিপক্ষে। আর পাকিস্তানের কাছে হারলে সপ্তম স্থান নির্ধারণী খেলায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরাজিত দলের সঙ্গে।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডের উইকেটে ঘাস ছিলো। কন্ডিশনও ছিলো স্যাঁতসেঁতে। কঠিন এই কন্ডিশনে ভারতের বিপক্ষে ম্যাচে টস হারাটাই কাল হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান। ভারতীয় পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৭ রানে ৫ উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়নরা। তাতে ১১১ রানে অলআউট হতে হয়। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন