পরীমণি অসুস্থ, এক মাস পেছালো সাক্ষ্যগ্রহণ
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি অসুস্থ ও অন্তঃসত্ত্বার কারণে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার (১ ফ্রেবুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহাবুবুল হাসান।
তিনি বলেন, পরীমনি অসুস্থ। তিনি অন্তঃসত্ত্বা। জ্বরে আক্রান্ত। এসব কারণ উল্লেখ করে সময় চেয়ে পরীমনির আইনজীবী আবেদন করেন।
এর পাশাপাশি মামলার বাদী র্যাব ১-এর ডিএডি মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত সাক্ষ্য নেওয়ার নতুন দিন ঠিক করেন।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। জামিনে থাকা এ দুই আসামি আজ আদালতে উপস্থিত ছিলেন।