চট্টগ্রামে একদিনে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৫৪৯
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। শনাক্তের হার ২১ দশমিক ৩২শতাংশ।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭৬ জনই নগরের বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ১৮৩ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
তাসনিয়া রহমান