আর্কাইভ থেকে জাতীয় পার্টি

সরকার অবাধ নির্বাচন দিতে ভয় পায়: জিএম কাদের

জনগণ এখন আর আওয়ামী লীগ-বিএনপিকে চায় না। তারা জাতীয় পার্টির কথা বলে। জাতীয় পার্টি অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। সরকার যদি জনগণের জন্য কিছু করে থাকে তাহলে জনগণই সরকারকে মূল্যায়ন করবে। অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে আপনাদের ভয় কিসের। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দেশে দুঃশাসন কায়েম করেছে। তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছে, জনগণ সেই অধিকার চায়। কিন্তু সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন