বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে ভূমিকা রাখতে শেখ জামালের বন্ধুর রিট
বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার কাজে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যার শিকার হওয়া বঙ্গবন্ধুর সন্তান শেখ জামালের ঘনিষ্ঠ বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান এ রিট দায়ের করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ও আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির প্রাথমিক শুনানি হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ এম সাইফুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রিটের প্রাথমিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার (২২ আগস্ট) দিন ধার্য করেন।
আইনজীবী এ এফ এম সাইফুল করিম বলেন, ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বঙ্গবন্ধুর সন্তান শেখ জামাল। ১৫ আগস্টে তিনিও বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদতবরণ করেন। বন্ধু হারিয়েছেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। তাই তিনি বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার কাজে নিজেকে সম্পৃক্ত করতে চান। এ কারণে আদালতের নির্দেশনা চেয়ে রিট করেছেন।