দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে দোয়া চাইলেন সাকিব
সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করতে। সেখানে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।
তাঁদের একনজর দেখতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভিড় করেছিলেন গোল্ড সুকে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের প্রতি সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে সাকিব তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাঁদের কারণেই এখানে আসা এবং আপনাদের সঙ্গে দেখা হলো। তাঁরা যে রকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব, আপনারও একই কাজ করবেন, যেন আমরা একসঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’
চলতি মাসেই শুরু হতে যাচ্ছে এশিয়ার ক্রিকেটের জনপ্রিয় আসর এশিয়া কাপ। তারপরেই মাঠে গড়াবে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। সেই প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’