জাল নোট দিয়ে ফেসবুকে কেনাবেচা করতো আমিনুলরা
জাল নোট তৈরি করে একটি চক্র অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে কেনা বেচারা কার্যক্রম পরিচালনা করতো। এক লাখ টাকার জাল নোট ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করতো চক্রটি। এমনকি নিজেদের দৈনন্দিন কেনাকাটায়ও জাল নোট ব্যবহার করতো তারা। জানালেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর কাওরানবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খন্দকার আল মঈন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যে জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হকসহ চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের এ সদস্য আরও জানান, গ্রেপ্তারকৃতরা এক বছর ধরে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। মোট দুই কোটি টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েন তারা। অভিযানে অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল এবং টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।