চাঁদের মাটিতে চলতে শুরু করলো রোভার প্রজ্ঞান
ভারতীয় চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক বিজয়ের একদিন পর এর রোভারটি চাঁদের মাটিতে চলতে শুরু করেছে। চন্দ্রপৃষ্ঠে মহাকাশযানটির ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের পরদিন বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এর ভেতর থেকে বেরিয়ে আসে ছয় চাকাযুক্ত বিশেষ যানটি যার নাম প্রজ্ঞান।
সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এক বার্তায় জানিয়েছে, `চন্দ্রযান-৩ রোভার: মেড ইন ইন্ডিয়া মেড ফর দ্য মুন! চন্দ্রযান-৩ রোভারটি ল্যান্ডার থেকে নেমে এসেছে এবং ভারত চাঁদে হাঁটছে!`
ইসরো চেয়ারম্যান এস সোমানাথ এনডিটিভির পল্লব বাগলাকে বলেন, যে ল্যান্ডার এবং রোভার উভয়ই ভালো অবস্থায় রয়েছে এবং প্রজ্ঞান ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে এসেছে। শিগগিরই এই দুই অংশের ছবি প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি।
আগামী ১৪ দিনের মধ্যে, ছয় চাকার রোভারটি চাঁদের পৃষ্ঠে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার উভয়েরই মিশনের অংশ হিসেবে প্রথম চন্দ্র দিনের যাত্রা শুরু করেছে। পৃথিবীর ১৪ দিনের সমান চাঁদের একদিন। আর চাঁদের এক রাতের সমান পৃথিবীর ১৪ রাতের সমান। ল্যান্ডার বিক্রম চাঁদে সুনির্দিষ্ট কাজের জন্য পাঁচটি পেলোড বহন করছে।
রোভারটি আলফা পার্টিকেল এক্সরে স্পেকট্রোমিটার ব্যবহার করে রাসায়নিক সংমিশ্রণের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠকে গভীরভাবে বোঝার জন্যে নমুনা সংগ্রহ করবে। চাঁদকে নিয়ে বিশদ গবেষণার অংশ হিসেবে এ প্রক্রিয়া চালানো হবে। সেই সঙ্গে রোভারে যুক্ত লেজার রশ্মি সমৃদ্ধ ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ প্রক্রিয়ার মাধ্যমে ল্যান্ডিং সাইটের আশপাশে চাঁদের মাটি এবং শিলার প্রাথমিক গঠন নিয়ে পর্যালোচনা চালিয়ে যাবে। লুনার সিসমিক অ্যাক্টিভিটির জন্য ইন্সট্রুমেন্টটই অবতরণ স্থানের চারপাশে ভূমিকম্পের পরিমাপ বুঝতে চেষ্টা করবে।
এএম/