আর্কাইভ থেকে জাতীয়

৫০ টাকার ডাব ২০০ টাকা, গভীর রাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ডাবের মুল্য তদারকির জন্য গভীর রাতে কারওয়ান বাজারে ডাবের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১২.০০ টা থেকে রাত ৩.০০ টা পর্যন্ত অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে বিশেষ অভিযান পরিচালিত হয়।

রাজধানীর কারওয়ান বাজারের ডাবের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাগফুর রহমান।

অভিযানে কারওয়ান বাজারের মেসার্স নিউ কিসমত এন্টারপ্রাইজ ও এরশাদ এন্টারপ্রাইজে ডাব ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো না পাওয়ায় এবং ডাবের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০,০০০/- টাকা করে মোট ৪০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানের পর ছোট ডাব ৪৫ টাকা, মাঝারি ডাব ৬০ টাকা এবং বড় ডাব ৭০ টাকায় উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয় এবং এ দামে ডাব বিক্রি করলেও তাদের মুনাফা হবে মর্মে আড়তদাররা জানান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন