আর্কাইভ থেকে জাতীয়

সারাদেশে একযোগে ৭ মার্চ উদযাপন কর‌বে পু‌লিশ: আইজিপি

আগামী ৭ মার্চ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিশাল সফলতাকে সারা‌দে‌শে একযোগে উদযাপন কর‌বে পুলিশ। বলেছেন ইন্স‌পেক্টর জেনা‌রেল অব পু‌লিশ (আইজিপি) ড. বেনজীর আহ‌মেদ বিপিএম (বার)।

শুক্রবার (৫ মার্চ) সকা‌লে ঢাকা রাজারবাগ পু‌লিশ অ‌ডি‌টো‌রিয়ামে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণ জাতির জন্য এক দুর্দান্ত অর্জন। উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের দিনটিতে সারাদেশে আনন্দ উদযাপন করবে পুলিশ।ওই দিন বিকেল ৩টায় দেশের ৬৬০টি থানায় একযোগে উদযাপন করা হবে। এছাড়া দেশের সব থানার বাইরে আলোচনা সভা , প্রীতিভোজ  ও মিষ্টি বিতরণ করা হবে।

আইজিপি ব‌লেন,  প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন। তাই প্রধানমন্ত্রীসহ দেশের সকল সাধারণ জনগণকে এ ঐতিহাসিক অর্জনের জন্য প্রশংসা করছি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন