বিশ্বকাপ বাছাইপর্বে অনিশ্চিত ভিনি
রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র লা লিগার ম্যাচে সেল্টো ভিগোর বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার চোট কতটা গুরুতর তা নিয়ে গতকাল সোমবার (২৮ আগস্ট) স্প্যানিশ ক্লাবটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ডান ঊরুর মাংশপেশিতে চোট পেয়েছেন ভিনি। কিন্তু কতোদিন ভিনিকে মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত করেনি ক্লাবটি।
তবে গোলডটকম বলছে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে বলিভিয়া (৮ সেপ্টেম্বর) ও পেরুর (১২ সেপ্টেম্বর) বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই দুটি ম্যাচ মিস করতে পারেন ভিনি।
এছাড়াও আগামী ১৯ সেপ্টেম্বর নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ মাঠে গড়াবে। ভিনিসিয়ুসকে এর আগে পূর্ণ ফিট হিসেবে না পাওয়ার সম্ভাবনাই বেশি।