গাইবান্ধায় অলৌকিক পাঁচ পা-ওয়ালা বাছুর
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নে ঘটেছে এক অলৌকিক ঘটনা। খামার মামুদপুর গ্রামের চিওরঞ্জন সরকারের বাড়িতে জন্ম নিয়েছে পাঁচ পা-ওয়ালা এক বাছুর।
চার পা ছাড়াও কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হওয়া অবস্থায় জন্ম নেয় বাছুরটি। জন্মের পর দুই মাস ধরে স্বাভাবিকভাবে বেঁচে আছে বাছুরটি।
চিওরঞ্জন সরকারের বাড়িতে গেলে দেখা যাবে গোয়ালঘরের বাইরেই বাছুরটি বেঁধে রাখা হয়েছে। বাছুরটির চারটি পা স্বাভাবিক। পিঠের কুঁজের ভেতর থেকে আরেকটি পা বের হয়ে আছে। তবে স্বাভাবিক বাছুরের মতো চলাফেরা ও খাবার খেয়ে থাকে বাছুরটি।
কৃষক চিত্তরঞ্জন সরকার বলেন, গেলো বছর ২৮ নভেম্বর বাছুরটির জন্ম হয়। জন্মের পর থেকে বাছুরটি স্বাভাবিকভাবে দুধ খাচ্ছে। এখন পর্যন্ত বাছুরটি সুস্থই আছে।
পাঁচ পা-ওয়ালা বাছুর দেখতে উৎসুক জনতা প্রতিদিন ভিড় করছে চিত্তরঞ্জনের বাড়িতে। পাঁচ পা-ওয়ালা বাছুর দেখতে আসা শাওন নামের একজন বলেন, আগে কখনো এমন বাছুর দেখেননি তিনি তাই বন্ধুর কাছে পাঁচ পা-ওয়ালা বাছুর জন্মের খবর শুনে দেখতে এসেছেনে এখানে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার জানান, জিনগত সমস্যা বা জন্মগত ত্রুটির কারণে এ ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। যেহেতু গত দুই মাসে বাছুরটির শারীরিক কোনো জটিলতা হয়নি, সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হওয়ার কথা নয়।পরবর্তীতেও বাছুরটির যেন কোন সমস্যা না হয় সে বিষয়ে তদারকি করবেন তারা।