চাঁদের গাড়ি প্রাণ নিলো দুই স্কুলছাত্রীর
চট্টগ্রামের একটি চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্রী আহত হয়েছে।
নিহত দুই শিক্ষার্থী হচ্ছে: মিশু আক্তার ও নিশা মনি। তারা দুজনেই স্থানীয় পাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার পাইন্দং সিঅ্যান্ডবি মাঠের মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফটিকছড়িতে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন ।
তিনি জানান, রাস্তা পারাপারের সময় চাঁদের গাড়ির চাপায় দুই ছাত্রী নিহত হয়েছে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবস্থান নেয়।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১টার দিকে পাইন্দং সিঅ্যান্ডবি মোড়ে হাইওয়ে পুলিশের কয়েকজন সার্জেন্ট দাঁড়িয়ে ছিলেন। এ সময় ধান নিয়ে রাইস মিলে যাওয়ার পথে একটি চাঁদের গাড়িতে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর পথে তিন স্কুলছাত্রীকে চাপা দিয়ে চলে যায়। পরে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।
তাসনিয়া রহমান