রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন,বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়েছি, সিট চাইনি। এই সিলেকশন পদ্ধতি বাতিল করে তাদের দ্বিতীয়বার ভর্তি সুযোগ দেয়ার অনুরোধ করা হয়।
এ সময় শিক্ষার্থীরা 'আমাদের দাবি মানতে হবে, দ্বিতীয়বার ভর্তি সুযোগ চাই, দিতে হবে, সিলেকশন পদ্ধতি বাতিল চাই, বঙ্গবন্ধুর বাংলায়, দ্বিতীয়বার সুযোগ চাই'- স্লোগান দিতে থাকেন।
তাসনিয়া রহমান