হিজাব পরিহিত ওই ছাত্রীকে ৫ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা
ভারতের কর্ণাটকে একটি কলেজে হিজাব পরিহিত ছাত্রী মুসকানকে দেখে ঘিরে ফেলে একদল তরুণ। এ সময় গেরুয়া ওড়না পরা তরুণরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়।
তখন হিজাব পরিহিতা ছাত্রী মুসকান পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়ার সময় এই তরুণীকে ভীত দেখা যায়নি। ওই সময় হাত উপরে তুলে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায় তাকে। পরে কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা তাকে সরিয়ে নেন।
মুসকানের এ ভিডিওটি বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে।
তার সাহসী ভূমিকার জন্য তাকে পাঁচ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ। যা বাংলাদেশের প্রায় ৫ লাখ ৭৪ হাজার টাকার সমান।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে পুরস্কারের ঘোষণা দেন।
গত মাসে কর্নাটকের উদুপির একটি কলেজে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ক্লাস করতে না দেয়ার অভিযোগকে কেন্দ্র করে হিজাব বিতর্কের সৃষ্টি হয়। স্কুলে কি হিজাব পরে আসা যায়- এই বিষয়ে ব্যপক গোলমাল সৃষ্টি হয় কর্নাটকে। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে তিন দিন রাজ্যের সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিতে হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে।