৮৯ রানে জয়ে সুপার ফোরের পথে বাংলাদেশ
আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকে রাইলো বাংলাদেশের। প্রথমে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে আফগানরা ২৪৫ রানেই অলআউট হয়ে যাওয়ায় ৮৯ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে সুপার ফোরের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।