আর্কাইভ থেকে ফুটবল

অতিরিক্ত সময়ের গোলে ম্যানইউকে হারালো আর্সেনাল

৯০ মিনিটেও খেলা ১-১ সমতায়। অতিরিক্ত সময়ে এসে জোড়া গোল করে বসলো আর্সেনাল। আর তাতেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারালো গানাররা।

রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের ঘরের মাঠে প্রথমেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ মিনিটে রাশফোরডের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, গোলের পর খেলা শুরু হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই আর্সেনালকে সমতায় ফেরান ওডেগার্ড।

সমতায় থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে গারনাচো বল পাঠিয়ে দেন আর্সেনালের জালে। তবে দীর্ঘ উদযাপন করলেও শেষ পর্যন্ত অফসাইডের জন্য বাতিল হয় সেই গোল।

অতিরিক্ত সময়ে এক কর্নার থেকে পাওয়া ফিরতি বলে শট গোল করেন ডেকান রাইস। জয় নিশ্চিত করার পর আবারও গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ৩-১ গোলের জয় নিয়ে ম্যাচ শেষ করে আর্সেনাল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন