মাহবুব তালুকদার কেন সংবাদ সম্মেলনে ছিলেন না জানালেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও চার কমিশনারের পাঁচ বছর মেয়াদ শেষ হলো আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি)।
আজই তাদের শেষ অফিস। গেলো পাঁচ বছরের স্মৃতি বিজড়িত নির্বাচন কমিশন অফিসে আর আসা হবে না তাদের।
তাই নিজেদের কাজের ফিরিস্তি তুলে ধরতে আয়োজন করেন সংবাদ সম্মেলনের। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম ও কবিতা খানম। তবে অপর দুই নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন না।
কেন তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না তার কারণও জানারেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
তিনি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসি সচিবের কাছে কল করে বলেছেন তিনি ব্যক্তিগত কারণে আজ উপস্থিত থাকতে পারবেন না। আর অপর একজন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন করোনায় আক্রান্ত। তাই তারা আজ উপস্থিত নেই।
সিইসি বলেন, আমরা ৬ হাজার ৬৯০টি নির্বাচন করেছি। রুটিনকাজের বাইরেও অনেক কাজ করেছি। আইন সংস্কারের বেশকিছু কাজ করেছি। আরপিও, বাংলায় রূপান্তরসহ অনেকগুলো বিধিমালা করেছি।
কে এম নুরুল হুদা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়টিকে অস্বাভাবিক। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার ছিল না।
তিনি বলেন, ২৪ হাজার ৮৮১ জনকে প্রশিক্ষণ দিয়েছি, বিশেষ করে ইভিএমে। করোনার কারণে সীমানা পুনর্নিধারণ করতে পারিনি।
সিইসি বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করেছি। ইভিএম বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। অত্যন্ত সফলতার সঙ্গে তা বাস্তবায়ন করতে পেরেছি। এনআইডি সহজীকরণ করা হয়েছে। ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে।