ফাইনালে উঠার মিশনে কুমিল্লার বিপক্ষে ব্যাট করছে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা। ফলে ব্যাট করছে বরিশাল।
এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। বরিশাল আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। কুমিল্লার একাদশে এসেছে তিন পরিবর্তন। দলে ফিরেছেন অধিনায়ক ইমরুল কায়েস, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, মুমিনুল হক ও আবু হায়দার রনি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসি, মঈন আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, সুনীল নারাইন, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ : মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।
হাসিব মোহাম্মদ