বি লিগের চতুর্থ ও পঞ্চম রাউন্ড শুরু হবে ১৭ ফেব্রুয়ারি
আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চতুর্থ রাউন্ডের খেলা। চতুর্থ ও পঞ্চম রাউন্ড মাঠে গড়াবে পাঁচটি ভেন্যুতে। কুমিল্লার মাঠ এখনো ফুটবল ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নয়। চতুর্থ রাউন্ডের প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ।
বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের কিংস অ্যারেনায় মুখোমুখি হবে স্বাগতিক বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি। একই দিন সিলেট জেলা স্টেডিয়ামে লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
চতুর্থ রাউন্ডে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে হবে আরো একটি ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। ১৯ ফেব্রুয়ারি রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে লড়বে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও চট্টগ্রাম আবাহনী। একই দিনে গোপালগঞ্জে লড়বে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও উত্তর বারিধারা। প্রথম লেগে সবগুলো ম্যাচেরই সূচি প্রকাশ করেছে বাফুফে।
হাসিব মোহাম্মদ