আর্কাইভ থেকে ক্রিকেট

শানাকার বলে থামলেন মিরাজ

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ২৫৭ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ভালোই সূচনা করে বাংলাদেশ। নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ মিলে গড়েন ৫৫ রানের জুটি।

তবে শানাকার হাতে থামলেন মিরাজ। লঙ্কান অধিনায়কের শর্ট লেংথের বল পুল করতে গিয়ে টাইমিং মোটেও হয়নি মিরাজের, ব্যাটের স্টিকারে লেগে ক্যাচ চলে যায়  মিডউইকেটে। প্যাভিলিয়নের পথ দেখার আগে মিরাজ করেছেন  ২৯ বলে ২৮ রান।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান।  ষষ্ঠ ওভারে এসে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের বলে উইকেটের পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন দিমুথ করুনারত্নে। বিদায়ের আগে ১৭ বলে ১৮ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। নিশাঙ্কাকে নিয়ে দলীয় শতকও ছাড়িয়ে যান তিনি। তবে সেই সময় জোড়া আঘাতে দুজনকেই বিদায় করেন শরিফুল ইসলাম।

এরপর ২৩ বলে ১০ রান করা চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। আসালাঙ্কা দ্রুত ফেরার পর টিকতে পারেননি ধানাঞ্জয়া ডি সিলভাও, ১৬ বলে ৬ রান করে ফেরেন তিনি।

তারপর দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে আগাতে থাকেন সামাবিক্রমা।  ২৪ রান করে শানাকা বোল্ড হয়ে ফিরলেও ঝড় তোলেন সামাবিক্রমা।  তাঁর ৭২ বলে ৯৩ রানের ইনিংস শ্রীলঙ্কাকে পৌঁছে দেয় ২৫৭ রানে।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ৩টি করে উইকেট পেয়েছেন। আরেক পেসার শরিফুল ইসলাম নেন ২টি উইকেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন