আর্কাইভ থেকে বলিউড

শাহরুখের সঙ্গে কাজ করতে চাননি নয়নতারা!

ফিল্মজগতের প্রথম সারির নায়িকা নয়নতারা। শাহরুখ খানের হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করলেন দক্ষিণী এই অভিনেত্রী। বর্তমানে কেরিয়ার, স্বামী, দুই পুত্রসন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রীর জীবন। কেরিয়ারের প্রথম হিন্দি ছবিতেই বলিউডের বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কিন্তু যে অভিনেতার হাত ধরে ‘জওয়ান’এর মতো একটি সফল ছবি নয়নতারা তার কেরিয়ারের ঝুলিতে, সেই অভিনেতার সঙ্গে কাজই করতে রাজি ছিলেন না নয়নতারা।

শাহরুখের সঙ্গে এর আগেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নয়নতারা। কিন্তু সে প্রস্তাব তিনি ফিরিয়ে দেন বলে বলিপাড়া সূত্রে খবর। কেন?

নয়নতারার আসল নাম ডায়না মারিয়াম কুরিয়ান। ১৯৮৪ সালের ১৮ নভেম্বর খ্রিস্টান পরিবারে জন্ম তার। নয়নতারার বাবা বায়ুসেনায় কর্মরত ছিলেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় কাজের সূত্রে বদলি হতেন। সে কারণে নয়নতারাও দেশের বিভিন্ন জায়গায় তার শৈশব কাটিয়েছেন।

গুজরাত, নয়াদিল্লি, কেরলের বিভিন্ন স্কুলে পড়েছেন নয়নতারা। কেরলের তিরুভল্লার একটি কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি। কলেজে পড়াকালীন মডেলিংয়ের দুনিয়ায় নাম করেন তিনি।

মডেলিংয়ের ক্ষেত্রে নয়নতারার কাজ দেখার পর তাকে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব দেন এক দক্ষিণী পরিচালক। কিন্তু অভিনয়ের জগতে পা রাখতে চাননি নয়নতারা। তবুও পরিচালকের প্রস্তাবে রাজি হন তিনি। নয়নতারা সিদ্ধান্ত নেন যে, তিনি শুধুমাত্র একটি ছবিতেই অভিনয় করবেন। তার পর মডেলিং নিয়েই ব্যস্ত থাকবেন। কিন্তু নয়নতারার ভাগ্যের লিখন ছিল অন্য রকম।

২০০৩ সালে ‘মানসিনাক্করে’ নামের মালয়ালম ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নয়নতারা। এই ছবিটি বিপুল ব্যবসা করার পর নবাগতা অভিনেত্রীর কাছে একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। মালয়ালম ছবির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষার ছবিতেও অভিনয় করেন তিনি।  খবর আনন্দ বাজার।

প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে প্রথম অভিনয় করলেও এর আগে ‘রাজা রানি’ এবং ‘বিগিল’ ছবিতে অ্যাটলির সঙ্গে কাজ করেছেন নয়নতারা। ‘জওয়ান’ মুক্তির সপ্তাহখানেক আগে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খোলেন নয়নতারা। মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ১০ লক্ষ অনুরাগী যোগ হয় নয়নতারার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ইনস্টাগ্রামে সবচেয়ে কম সময়ের মধ্যে সর্বোচ্চ অনুরাগী যোগের ক্ষেত্রে ভারতীয় তারকাদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়ে ফেলেছেন নয়নতারা।ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নয়নতারার অনুরাগীর সংখ্যা ৩৯ লক্ষের গণ্ডি পার করেছে। দুই পুত্রসন্তানের ছবি এবং ভিডিয়োও ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন এই অভিনেত্রী।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন