মেসিকে অনুপস্থিতিতে আরেক আর্জেন্টাইনের গোলের জিতলো মায়ামি
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আর্জেন্টিনায় অবস্থা করছেন লিওনেল মেসি। ফলে তাকে ছাড়াই খেলতে হচ্ছে ইন্টার মায়ামিকে। তবে মেসি না থাকলেও আরেক আর্জেন্টাইনের গোলে জয় পায় মায়ামি।
বাংলাদেশ সময় আজ রোববার সকালে মেসির অনুপস্থিতিতে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন আরেক আর্জেন্টাইন ফাকুন্দো ফারিয়াস। স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ে অবশ্য একটি গোল করেছেন তিনি, জোড়া গোল করেছেন ইকুয়েডরের ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা।
কানসাসের হয়ে গোল দুটি করেছেন ড্যানিয়েল সাল্লোই ও অ্যালান পুলিদো।