খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর সুপারিশ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
আনিসুল হক আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোসহ স্থায়ী জামিন চেয়ে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সেই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, সেই আবেদনে আগের মতো ছয়মাসের শর্তযুক্ত জামিনের সুপারিশ করে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার শর্তযুক্ত ছয়মাসের জামিনের মেয়াদ শেষ হবে।
এএম/