ফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশের যুবারা
সাফ অ-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত একই গ্রুপে পড়েছিল।
গ্রুপ পর্বেও ভারতের বিপক্ষে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু হয় বাংলাদেশের। ফাইনালে এসেও আবার ভারতের কাছে ব্যর্থ লাল সবুজের দেশটা।
রোববার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে গোলের সুযোগ পায় ভারত। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ গোলরক্ষক নাহিদুল ইসলামের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ভরত লাইরেনজম।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে লিভাইসের গোলের আবারও এগিয়ে যায় ভারত। ম্যাচের বাকি সময় বাংলাদেশ আর গোল করতে পারেনি। ফলে ০-২ ব্যবধানের হার নিয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।