মিরপুরের মাঠে বাপ্পি লাহেড়ীকে শ্রদ্ধাভরে স্মরণ
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে উপমহাদেশে শোকের ছায়া। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে কিংবদন্তি এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর পাওয়া যায়। বিদায়ের দিনে বাপ্পি লাহেড়ীকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে বাপ্পি লাহিড়ীর ছবি। তাতে লেখা ছিলো,‘রিমেম্বারিং বাপ্পি লাহিড়ী’।
বিপিএলের সঙ্গেও যুক্ত হয়ে আছে ভারতীয় এই সংগীতশিল্পীর নাম। বিপিএলের প্রথম আসরের ‘থিম সং’গেয়েছিলেন তিনি। নিজের সুর ও সংগীত আয়োজনের ওই গান গাইতে ২০১২ সালের বিপিএল উদ্বোধনীতে ঢাকায় এসেছিলেন বাপ্পি। শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শান এবং বাংলাদেশি শিল্পী কুমার বিশ্বজিৎ এর সঙ্গে গলা মিলিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গতকাল (বুধবার) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। দীর্ঘদিন যাবত অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগে ভুগছিলেন তিনি। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।
হাসিব মোহাম্মদ