পেরুর ওঝারা আটকাতে পারলো না নেইমারকে, গড়লেন নতুন রেকর্ড
ব্রাজিলের জার্সিতে ফর্মের তুঙ্গে থাকা নেইমারকে আটকাতে কালো জাদু শুরু করে পেরুর ওঝারা। দেশটির জঙ্গল, পর্বত ও উপকূলবর্তী এলাকায় ছড়িয়ে থাকা এসব ওঝারা স্থানীয়দের কাছে ‘তায়তা ইনতি’নামে পরিচিত। সেই তায়তা ইনতির সদস্যরা ব্রাজিল বনাম পেরুর ম্যাচের ভেন্যুর বাইরে জড়ো হয়। সেখানে নেইমারের একটি পুত্তলিকার পা বেঁধে রাখে। এ ছাড়া একটি বেদিতে তলোয়ার, তাবিজ, পতাকা এবং নেইমার–কাসেমিরো–রিচার্লিসনদের ছবি রেখে তাতে তুকতাক করে। উদ্দেশ্যে যাতে নেইমার মানসিক ভাবে ভেঙ্গে পরেন, তার পা না চলে, তিনি গোল করতে না পারেন। কিন্তু ওঝাদের এসব কাণ্ড আটকে রাখতে পারলো না নেইমার এবং ব্রাজিলকে। গোল না পেলেও গোল করিয়ে গড়েছেন নতুন রেকর্ড। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন সর্বোচ্চ অ্যাস্টিটের মালিক নেইমার। এ নিয়ে মোট ১৮টি গোল করালেন তিনি। যেই রেকর্ডের মালিক আগে ছিলেন চিলির অ্যালেক্সিস সানচেজ। যদিও খেলার শুরু থেকে ৮৯ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল ওঝাদের কালো জাদুই কাজ করছে। ব্রাজিলের একের পর এক আক্রমণ হচ্ছিলো ব্যর্থ। দু-দুবার জালের দেখা খুঁজে পেলেও অফসাইডে বাতিল হয়ে যায় গোল। নেইমারও পেয়েছিল গোলের সুযোগ, তবে ফাঁকি দিতে পারেননি পেরুর গোলরক্ষককে। তবে ৯০ মিনিটে এসে আর আটকানো গেলো না ব্রাজিলকে। কর্নার থেকে নেয়া নেইমারের দুর্দান্ত কিক মাথা খুঁজে পায় মারকিউনোসের। পিএসজি ডিফেন্ডার হেড করে বল জালে পাঠিয়ে দেন। এই একমাত্র গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।