আর্কাইভ থেকে বাংলাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

 দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ এবং একই সঙ্গে ঘুষ, দুর্নীতি ,লুটপাট, ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিতের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

 বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দাম কমাও জান বাঁচাও শ্লোগানে উপজেলা শহর বোনারপাড়ার রিক্সাস্ট্যান্ডে সাঘাটা উপজেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ কর্মসূচি পালন করে।

এসময় সংগঠনের উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ, সদস্য নিবারণ চন্দ্র দেব নিপু ও মোস্তাফিজুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন । 

সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করে দ্রুত চাল, ডাল, চিনি, তেল, পানি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে।  নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সব রেকর্ড অতিক্রম করেছে এ সরকার। তাই যত তাড়াতাড়ি সম্ভব দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ করে সকল পণ্যের দাম কমাতে হবে।

সরকার চলছে ব্যবসায়ী সিন্ডিকেট দ্বারা এমন দাবি করে বক্তারা ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ  ও  ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করারও দাবি জানান।  

 

এসআই

এ সম্পর্কিত আরও পড়ুন