আল হিলালে হয়ে অভিষেক হতে যাচ্ছে নেইমারের
রেকর্ড বেতনে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমালেও দেশটির জার্সি গায়ে এখনো মাঠে নামেননি নেইমার জুনিয়র। তবে আজ শুক্রবার সৌদি প্রো লিগে আল হিলাল মুখোমুখি হবে আল রিয়াদের।
সৌদির রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
সেই ম্যাচের শুরুর একাদশে নেইমারকে না রাখা হলেও বদলি খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে নেইমারকে।