নেইমারের অভিষেক ম্যাচে আল হিলালের গোল উৎসব
আল হিলালের হয়ে অভিষেক হলো নেইমার জুনিয়রের। তবে অভিষেকে গোল না পেলেও পেয়েছেন একটি অ্যাসিস্ট। সেই সাথে তাঁর দল আল হিলাল জয় পেয়েছে ৬-১ গোলের বড় ব্যবধানে।
শুক্রবার সৌদি প্রো লিগে আল হিলাল মুখোমুখি হয় আল রিয়াদের। সৌদির রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় ম্যাচটি। খেলায় শুরুর একাদশে নেইমারকে না রাখা হলেও দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মাঠে নামানো হয় নেইমারকে।
ব্রাজিলিয়ান পোস্টারবয় মাঠে নামার আগে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আল হিলাল। নেইমার মাঠে নামার পরই গোল উৎসব শুরু করে তাঁর দল। ৮৩ মিনিটে নেইমার পেয়ে যান একটি অ্যাসিস্ট। তাঁর স্বদেশী ম্যালকমকে দিয়ে করান গোল।