নিসের বিপক্ষে হারলো পিএসজি
ফ্রেঞ্চ লিগের ম্যাচে নিসের বিপক্ষে ২-৩ ব্যবধানে পরাজয় বরণ করেছে পিএসজি। জোড়া গোল করে ব্যবধান কমাতে পারলেও হার এড়াতে পারেনি কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে পয়েন্ট টেবিলের পিএসজিকে পিছনে দুইয়ে অবস্থান করছে নিস।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ম্যাচের ২১ মিনিটেই মোফির গোলে এগিয়ে যায় নিস। তবে এই গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিস। ২৯ মিনিটে এমবাপ্পের গোলে সমতায় ফেরে পিএসজি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গায়েতানের গোলে আবার এগিয়ে যায় নিস। এরপর ম্যাচের ৬৮ মিনিটে আবারও পিএসজির জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন মোফি। ৮৭ মিনিটে এমবাপ্পে একটি গোল পরিশোধ করলেও হার মেনে নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।