গাঁজা-ইস্কাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলের বিকল্প ইস্কাপ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি নাজমুস শাকিব সজীবের নেতৃত্বে পৃথক পুলিশের একটি চৌকস টিম কাশিপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় মাদক কারবারি রফিকুল ইসলাম (৪০) এর বসতবাড়িতে অভিযান চালান। এ সময় তার বসত বাড়ী থেকে ১৪ কেজি ২শ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
অপর দিকে একই ইউনিয়নের ধর্মপুর (ডোলের পাট) এলাকা থেকে ৫০ বোতল ইস্কাপসহ সাত মাদক মামলার আসামী আবুল কালাম আজাদ (৩৫) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি নাজমুস শাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদব দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।