কালিয়াকৈরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার জোড়াপাম্প থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে চন্দ্রা ত্রীমোড়ে এসে মিছিলটি শেষ করে। এ বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী'র গাজীপুর জেলা শাখা উদ্যোগে অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা করতে না দেয়া, চকরিয়ায় জামায়াত নেতা ফোরকান উদ্দিন হত্যার প্রতিবাদ, জামায়াতের আমির মাওলানা শফিকুর রহমান ও ওলামে কেরাতের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সেফাউল হক ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ সংগঠনের নেতাকর্মীরা।