আর্কাইভ থেকে ক্যাম্পাস

ইবিতে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুবিধা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুবিধা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এটির আয়োজন করে।

সেমিনারে আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

কি-নোট স্পিকার ছিলেন জাপানের টোকাই বিশ্ববিদ্যালয়েরর স্কুল অব হিউম্যানিজ এন্ড সায়ন্স এর ডিন অধ্যাপক ইয়োশীও মায়েদা এবং এভরি জাপান গ্রুপের সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। সেমিনার সঞ্চালনা করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মিঠুন মুস্তাফিজ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন