১৯ কেজি স্বর্ণসহ যুবক আটক
পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে একজনকে আটক করেছে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত পিলার ৭৫৫/৪-এস সংলগ্ন প্রধানপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের (অধিনায়ক) লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক জুয়েল পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা এলাকার মাধুপাড়া গ্রামের আফসারের ছেলে।
লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঘাগড়া বিওপির আওতাধীন সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত লাগোয়া প্রধানপাড়া নামক স্থানে থেকে জুয়েলকে আটক করা হয়। তাকে তল্লাশি করে ১৯ কেজি ৩০৩ গ্রাম ওজনের ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
এএম/