ড্যানিয়েল: লণ্ডভণ্ড লিবিয়ায় এখনও প্রতি মিনিটে বাড়ছে মরদেহ
গত সোমবার লিবিয়ার উপকূলীয় শহর ডেরনায় শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে নিহতদের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। আর এখনও নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় লিবিয়ান রেড ক্রিসেন্ট এর বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, উদ্ধার অভিযানে স্থানীয় সময় শনিবার পর্যন্ত প্রায় চার হাজার মরদেহ উদ্ধার করার পাশাপাশি ওইসব মরদেহ শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করা এই সংস্থাটির মতে, এখনও ৯ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের পাশাপাশি নিখোঁজ হওয়াদের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার দেওয়া লিবিয়ান রেড ক্রিসেন্টের তথ্যমতে, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে অন্তত ১১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। এ প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজা্র ১০০ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে এবিসি নিউজকে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
লিবিয়ান রেড ক্রিসেন্টের বন্দর নগরী দেরনা এলাকার প্রধান কর্মকর্তা আহমেদ আল হাদল বলেন,প্রায় ১৫০ কিলোমি টার দূরে সমুদ্র সৈকতে প্রায় প্রতিমিনিটে মরদেহ ভেসে আসছে।
এদিকে,লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশের স্বাস্থ্য বিষয়কমন্ত্রী ওথম্যান আবদুল জলিল জানিয়েছেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে এ পর্যন্ত ৩ হাজার ১৬৬ জনের মরদেহ রেকর্ড করা হয়েছে। এমতাবস্থায় সরকারি ও বেসিরকারি পরিসংখ্যানে নিহত ও নিখোঁজের সংখ্যার বিশাল পার্থক্য হওয়ায় দেশটির প্রশাসনিক দুর্বলতা ফুটে ওঠেছে।
সোমবার লিবিয়ার পূর্বাঞ্চলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার প্রভাবে ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। উপকূলীয় শহর ডেরনা মূলত জনমানবহীন হয়ে পড়ে। পানির তোড়ে ভেসে গেছেন কয়েক হাজার মানুষ। স্বজনহারাদের কান্নায় নিমজ্জিত গোটা শহর।