জিনজিরায় বিএনপির সমাবেশ শুরু
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুস্থতা কামনা করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরায় দলটির সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা তিনটায় সরকার পতনের এক দফা দাবিতে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের শুরুতে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন।
কেরানীগঞ্জ বিএনপি নেতা নাজিমুদ্দিন মাস্টার বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। আর যেন এই সরকার গায়েবি মামলা দিতে না পারে, সে দাবিও জানান তিনি।
স্থানীয় মৎস্যজীবী দলের নেতা আবদুর রহিম বলেন, ‘এক দফার এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন করব।’
কৃষক দলের সভাপতি হাসান জাফিন বলেন, ‘দীর্ঘদিন ধরে বলছি, দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। এ ছাড়া দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র নেই। বিরোধী দলের নেতা-কর্মীদের খুন–গুম করা হয়েছে। এ জন্যও দেশের মানুষ ভালো নেই।’
সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা সরকারবিরোধী নানা রকম স্লোগান দিচ্ছেন।