জেলা জামায়াতের কোষাধ্যক্ষসহ গ্রেপ্তার ২
নরসিংদীতে নাশকতার মামলায় জেলা জামায়াতের কোষাধ্যক্ষসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার ( ১৮ সেপ্টেম্বর) রাত ৩ টায় গাবতলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মডেল থানাধীন গাবতলি এলাকার মৃত রইছ উদ্দিনের ছেলে নরসিংদী জেলা জামায়েত-এর কোষাধ্যক্ষ ও গাবতলি জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাইদুজ্জামান (৫৯) ও মৃত আব্দুল লতিফ এর ছেলে নরসিংদী জেলা জামায়াত এর রুকন ও গাবতলি শাখা ইসলামি ব্যাংক এর ইউনিট অফিসার মো: শফিকুল ইসলাম (৪০)।
ওসি আবুল কাশেম জানান, সংঘটিত নাশকতার ঘটনা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন সহ আদালতে পাঠানো হয়েছে।