স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ করি। আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই এবং কল্যাণমূলক সরকার গঠন করতে চাই। বলেছেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার (২০-সেপ্টেম্বর) দুপুরে বাঘার তেপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ৭ কোটি মানুষকে নিয়ে হেঁটেছেন। আর তার সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষকে নিয়ে হাঁটছেন। তার পরেও জাতিসংঘের হিসাবে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অথচ আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। আমরা উচ্চকণ্ঠ বলতে চাই, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে। ততদিন দেশের সব জায়গায় সরকার আছে এবং থাকবে।
শাহরিয়ার আলম বলেন, নিজের ভাগ্য উন্নয়ন কে না চাই। ২০১৪ সালে যারা আমাকে ভোট দেয়নি তাদের অনেককে আমি একাধিকবার নানাভাবে সহায়তা করেছি। আমার কাছে কোনো মানুষ গেলে আমি কোনোদিন কাউকে প্রশ্ন করিনি, আপনি কোন দল করেন? আমি গত ১৫ বছর ধরে এ অঞ্চলের মানুষের সঙ্গে আছি। আগামীতে ক্ষমতায় থাকি-বা না থাকি, যতদিন বেঁচে থাকব-ততদিন এ অঞ্চলের মানুষকে নিয়েই বেঁচে থাকব।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের নামে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। এখন সেইদিন শেষ। দয়াকরে মিথ্যে তথ্য উপস্থাপন করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না।
তেপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাইদ বিটেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. মামুনুর রহমান ও তেপুখুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য বাচ্চু মিঞা।