আর্কাইভ থেকে ক্রিকেট

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  ক্রিকেটের জনপ্রিয় এই আসরকে সামনে রেখে বুধবার (২০ সেপ্টেম্বর) তিনটি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চূড়ান্ত হওয়া তিনটি ভেন্যু হলো ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্ক।

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইজ বলেন, ‘২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে তিনটি ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এই ভেন্যুগুলো বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজারে আমাদের একটি বার্তা দেওয়ার সুযোগ করে দিবে।’

২০২৪ সালের ৪ জুন শুরু হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটির। আর এর পর্দা নামবে ৩০ জুন। দুই দেশ মিলিয়ে মোট ১০টি ভেন্যুতে হবে ম্যাচগুলো।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন