আর্কাইভ থেকে খেলাধুলা

ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে সিরাজ

এবারের এশিয়া কাপ ফাইনালে সিরাজের বোলিংয়ে যেন পাত্তাই পাইনি লঙ্কান ব্যাটসম্যানরা। একাই সাজঘরে পাঠিয়েছেন অর্ধেকের বেশি লঙ্কান ব্যাটারদের। এরই ফলে ওয়ানডে র‌্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন মোহাম্মদ সিরাজ।

ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করেছে ভারত। আর সেই ম্যাচে ভারতের জয়ের মূল নায়ক মোহাম্মদ সিরাজ তুলে নিয়েছেন ৬ উইকেট। তার ২১ রানে ৬ উইকেটের ম্যাচজয়ী স্পেল তাকে ওয়ানডে র‌্যাংকিংয়ের ১ নম্বর স্থান ফিরিয়ে দিয়েছে।

এই বছরের জানুয়ারিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে আসার পর আবার মার্চে অজি পেসার জশ হ্যাজেলউডের কাছে নিজের শীর্ষস্থান হারিয়েছিলেন সিরাজ। এরপর র‌্যাংকিংয়ে অবনতির কারণে ধীরে ধীরে ৯ নম্বরে নেমে যান তিনি। তবে এশিয়া কাপে ১২.২ গড়ে ১০ উইকেট নেয়ার পর র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সিরাজ। হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কের মতো বোলারদের পেছনে ফেলে আট ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি।

র‌্যাংকিংয়ে সিরাজের পর রয়েছেন যথাক্রমে জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, মুজিবুর রহমান, রশিদ খান, মিচেল স্টার্ক, ম্যাট হেনরি ও অ্যাডাম জাম্পা।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন