পরীর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি: শরিফুল রাজ
‘আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোন কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি। ’ বলেছেন, অভিনেতা স্বামী শরিফুল রাজ।
পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ বলেন, ‘পরী যা যা বলেছে সবই সঠিক। পুরোপুরি সত্য। আমি সবকিছু মেনে নিয়েছি। তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।’
পরীমণির পাঠানো ডিভোর্স লেটার হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেতা স্বামী শরিফুল রাজ। পরীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাজ বলেছেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি (ডিভোর্স লেটার) হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ! তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।
গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি।। তালাকনামায় এই নায়িকা চারটি কারণ উল্লেখ করেছেন। সেগুলো হলো―মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তি। মূলত এই চার কারণ উল্লেখ করেই পরীমনি রাজ বরাবর তালাকনামা পাঠিয়েছেন।