আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত
খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে সমাবেশ করার কথা ছিলো বিএনপির। সমাবেশের প্রস্তুতিও ছিল। তবে রোববার গভীর রাতে হামলা চালিয়ে মঞ্চ ভেঙে দেয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
তিনি বলেন, সাভার থানার ওসি রোববার রাত দেড়টার দিকে নিপুণ রায়কে ফোন করে বলেন, বিএনপি সোমবার সমাবেশ করতে পারবে না, তারা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছে। রাতে পুলিশ মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করার কথা তাদের জানায়নি।
নিপুণ রায় বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, তাই বিএনপিও এখানে সমাবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একইস্থানে আমরা সমাবেশটি করব।
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও আজ ভোররাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে।
আজ সকালে সাভারের আমিনবাজার এলাকায় বিএনপির সমাবেশস্থল ঘুরে দেখা যায়, ছোট মাঠটিতে শুধু কয়েকটি বাঁশ পড়ে আছে, কোনো মঞ্চ নেই।
এদিকে, পুলিশের উপস্থিতিতে মঞ্চ ভাঙার অভিযোগ প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহেল কাফী বলেন, 'অভিযোগটি সত্য নয়।'
এদিকে আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।